সমবায়-সংখ্যালঘু কল্যাণ দপ্তরে ৫৭ জনকে অফার দেওয়া হয়

আগরতলা : জে আর বি টির মাধ্যমে গ্রুপ- সি পদে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে। মেধা তালিকার ভিত্তিতে বিভিন্ন দপ্তরে যাদের নিয়োগ করা হচ্ছে তাদের হাতে পর্যায় ক্রমে অফার তুলে দেওয়া হচ্ছে। বুধবার একই দিনে একসঙ্গে দুই দপ্তরের অফার দেওয়া হয়। এদিন সমবায় দপ্তরে করণিক পদে ৫২ ভাগ্যবানের হাতে অফার দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরের রেজিস্ট্রার অফিসে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া অফার তুলে দেন। এছাড়াও এদিন অফার দেওয়া হয় সংখ্যালঘু কল্যাণ দপ্তরে ৫ জনকে। যারা অফার পেয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন দিব্যাঙ্গজন। তিনি অফার পেয়ে খুব খুশি। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও দুই দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে