১ মাস তেরো দিনের শিশু পুত্র নিজ বাড়িতে থেকে নিখোঁজে চাঞ্চল্য

আগরতলা : ১ মাস তেরো দিনের শিশু পুত্র নিজ বাড়িতে থেকে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে আমতলী থানার পুলিস।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরবেলা। আমতলী থানাধিন বাধারঘাট রেলস্টেশন বাইপাস সংলগ্ন ওএনজিসি কাঞ্চনপল্লী এলাকার বাসিন্দা কৃষাণ দাস ও পূর্ণিমা দাসের দুই সন্তান। এর মধ্যে ১ মাস ১৩ দিনের শিশু পুত্র সানুকে বৃহস্পতিবার ভোরে ঘরে খাওয়ানোর পরে ঘুমে রেখে মা পূর্ণিমা যান গৃহস্থালির কাজ করতে। কিছু সময় পরে তিনি ঘরে এসে দেখেন সানু বিছানায় নেই। কান্নায় ভেঙে পড়েন মা পূর্ণিমা। বাড়ির লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করেন শিশুপুত্রকে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। খবর পেয়ে ছুটে আসেন পুলিস।পূর্ণিমাদের বাড়িতে ছুটে আসেন এলাকার লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিস মামলা নিয়ে শিশুর খোঁজে তল্লাশি শুরু করেন।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে