আগরতলা : জেআরবিটি-র মাধ্যমে গ্রুপ-সি পদে সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি চলছে। পৃথক পৃথক ভাবে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা অফার লেটার তুলে দিচ্ছেন যুবক- যুবতীদের হাতে। মঙ্গলবার অফাএ দেওয়া হয় জনজাতি কল্যাণ, তপশিলি জাতি ও অর্থনীতি, পরিসংখ্যান দপ্তরে ৩৭ জন করণিকের হাতে। এদিন জনজাতি কল্যাণ দপ্তরের গুর্খাবস্তী অফিসে হয় অফার প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, তিন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সহ অন্যরা তিন দপ্তরেড় ৩৭ জনের হাতে অফার লেটার তুলে দেন। মন্ত্রী এদিন বলেন, স্বচ্ছতা নিয়ে চলছে বর্তমান সরকার। আগামী দিনেও স্বচ্ছতার মাধ্যমেই এই সরকার চলবে।