ডি এস ও-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হলসভা

আগরতলা: দেশে শিক্ষা ও সংস্কৃতির উপরে যে সর্বাত্মক আক্রমণ এর বিরুদ্ধে ছাত্রদের উদ্যোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এআইডিএসও-র সাধারণ সম্পাদক সৌরভ ঘোষের। তিনি বলেন, এই সামাজিক সঙ্কটে ছাত্রদের এগিয়ে আসা প্রয়োজন। শনিবার এ আই ডি এস ও-র ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সামনে রেখে সভার আয়োজন করা হয়।আগরতলা প্রেস ক্লাবে শনিবার হয় সভা। উপস্থিত ছিলেন ছাত্র নেতা মৃদুল কান্তি সরকার সহ অন্যরা।এদিনে তাদের দাবি শিক্ষার প্রাণ-সত্ত্বা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবি। নেতৃত্ব এদিন অভিযোগ করেন জাতীয় শিক্ষা নীতির মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক শিক্ষার যেটুকু অবশিষ্ট ছিল, একে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।

Related posts

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস

১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে গণধর্না আই.পি.এফ.টি-র