দলের প্রতিষ্ঠা দিবস পালন করলো প্রদেশ তৃণমূল কংগ্রেস

আগরতলা : পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে গড়ে উঠে তৃণমূল কংগ্রেস। ১৯৯৮ সালে এই নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল পশ্চিমবাংলায়। তারিখটি ছিল ১ জানুয়ারি। পশ্চিম বাংলায় সরকারে থাকলেও দেশের কয়েকটি রাজ্যে ছোট পরিসরে সংগঠন রয়েছে তৃণমূল কংগ্রেসের। বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামেই পরিচিত। এই দলের প্রতিষ্ঠা দিবস প্রতিবছর উদযাপন করা হয়। সোমবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের প্রদেশ কার্যালয়ের সামনে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয় দলের তরফে। বিধানসভা নির্বাচনের পরে এক প্রকার ঘুমিয়ে পড়া তৃণমূল হঠাৎ করে রাজ্যে জেগে উঠে। তৃণমূল কংগ্রেস। হাতেগোনা কয়েকজন কর্মী মিলে লোকজনের মধ্যে খিচুরি বিতরণ করে।রাজ্যে সংগঠনহীন তৃণমূল যে এক প্রকার সাইন বোর্ড সর্বস্ব হয়ে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা