সাবিত্রী বাঈ ফুলেকে জন্মদিনে স্মরণ

আগরতলা : আর এস এসের আদর্শে দেশে ২০১৪ সালে ক্ষমতায় বসা বিজেপি সরকারের আক্রমণ বেশি নারী- দলিত,মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে। বিশেষ করে শিক্ষার মধ্যে যে বিজ্ঞানের অগ্রগতি একে অস্বীকার করে কাল্পনিক বিষয়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাবিত্রী বাঈ ফুলের জন্মদিনে এই অভিযোগ করলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিকের। সাবিত্রী বাঈ জ্যোতিরাও ফুলে জন্ম গ্রহণ করেন ১৮৩১ সালে ৩ জানুয়ারি।তিনি ছিলেন একজন ভারতীয় সমাজ স্ংস্কারক, শিক্ষক ও কবি। তিনি ব্রিটিশ শাসনকালে নারী অধিকার নিয়ে কাজ করেছেন। সাবিত্রী বাঈ ফুলে ১৮৪৮ সালে পুনে শহরে প্রথম বারের মতো মেয়েদের জন্য বিদ্যালয় ভিদে ওয়াদা স্থাপন করেন। তিনি ততঃকালীন সমাজে প্রচলিত গোত্র ও লিঙ্গভেদে প্রচলিত বৈষম্য দূরীকরণে নিয়োজিত ছিলেন এবং মহারাষ্ট্রের সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বুধবার উনার জন্মবার্ষিকী রাজ্যেও প্রতিবছরের মতো এবারো পালন করা হয়। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি শ্রদ্ধার সঙ্গে জন্মদিন পালন করে।আগরতলা মেলারমাঠ আম্বেদকর ভবনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক,রাজ্য সম্পাদক সুধন দাস সহ অন্যান্যরা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র