লায়ন্স ক্লাব অব আগরতলার তরফে দৃষ্টিহীনদের নিয়ে দাবা আসর

আগরতলা : লুইস ব্রেইল এর জন্মদিন উপলক্ষে দাবা প্রতিযোগিতা।লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে এবং ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সহযোগিতায়, প্রথমবারের মতো ত্রিপুরায় হচ্ছে দাবা আসর। রাজ্যভিত্তিক দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা উদ্বোধন হয় বৃহস্পতিবার। এই প্রতিযোগিতা চলবে দুইদিন।

লায়ন্স ক্লাব অব আগরতলায় হচ্ছে প্রতিযোগিতা। এতে ২২ জন প্রত্যিজগি অংশ নেন।শুক্রবার বিকেলে প্রতিযোগিতার সমাপ্তি হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন্স কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যরা।আয়োজকরা জানান প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে ট্রফি দেওয়া হবে।প্রথম দশজনকে কিছু নগদ অর্থ প্রদানের মাধ্যমে প্রো-উৎসাহীত করা হবে এবং সমস্ত প্রতিযোগীদের শংসাপত্র ও পদক দেওয়া হবে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM