আগরতলা : ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড-র ত্রি-বার্ষিক চতুর্দশ রাজ্য সম্মেলন শুরু হবে ৬ জানুয়ারি। ৭ জানুয়ারি পর্যন্ত চলবে সম্মেলন। প্রথম দিন প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে আগরতলা টাউন হলে। বৃহস্পতিবার মেলারমাঠে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল। উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রিত্ব মহুয়া রায় সহ অন্যরা। স্বপন বল জানান রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন। ৬ তারিখ প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। এতে উপস্থিত থাকবেন সর্বভারতীয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক এ শ্রী কুমার, সহ- সম্পাদক বিশ্বজিত গুপ্ত চৌধুরী সহ অন্যরা। এবছর রাজ্য সম্মেলনের স্লোগান লুন্টিত অধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র করো, সাম্প্রদায়িকতা মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সম্প্রীতির দুর্গ গড়ো। কর্মচারী নেতা স্বপন বাবু আরও জানান, যুবকদের বর্তমানে কাজের কোন ব্যবস্থা নেই। ইতি মধ্যে স্বাধীনতার পরে বেকার সমস্যা রেকর্ড। চাকরি যাও হচ্ছে তা চুক্তিবদ্ধ। নিয়মিত চাকরি হাতেগোনা মাত্র। রাজ্যে বর্তমানে কর্মচারীদের অবস্থা তুলে ধরে বলেন, বছরে যে ডি এ পেতে তা বন্ধ হয়ে গেছে।