আগরতলা : বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ। এরমধ্যে অন্যতম একটি হল মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। ঐতিহ্য মেনে এদিনে বাড়ি বাড়ি বের হয় হরিনাম সংকীর্তন। শহরের তুলনায় গ্রামীণ এলাকায় এই ছবি দেখা যায় বেশি। ডটকমের যুগে আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুর পরিবর্তন হলেও একেবারে হারিয়ে যায়নি পৌষ পার্বণের দিনে হরিনাম সংকীর্তন। এবছরও সেই ছবি দেখা গেল গ্রামাঞ্চলের সঙ্গে শহরের কিছু এলাকায়। সোমবার পাড়ায় পাড়ায় হারমোনিয়াম ,মৃদঙ্গ,করতাল,কাসা নিয়ে হরিনাম সংকীর্তন বের হন ছোট বড় সকলে। কীর্তন নিয়ে যাওয়ার পরে বাড়ি বাড়ি দেওয়া হয় হরির লুট।আবাল-বৃদ্ধ-বনিতা হরিনাম সংকীর্তনে সামিল হয়ে হরির লুট দেওয়া কমলা- আপেল, কদমা, তিল্লাই, বাতাসা সহ বিভিন্ন জিনিস ধরতে কাড়াকাড়ি শুরু করেন। এ এক অন্য ধরণের আনন্দ-অনুভুতি।এককথায় এক মহাআনন্দে মেতে ওঠা। মিলন হয় একে অপরের সঙ্গে। গ্রামাঞ্চলের পাশাপাশি এই দৃশ্য প্রতি বছরের মতো দেখা যায় রাজধানীর রামনগরের ৮ নম্বর রোডের রাস্তা সহ বিভিন্ন জায়গায়।ছোট বড় সকলেই বের হন হরিনাম সংকীর্তনে।সকলের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।গ্রাম- বাংলায় এই পরম্পররা প্রবাহমান কাল ধরে চলে আসছে।