পশ্চিম জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসন- দুই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আগরতলা : মানুষের কাছে মৌলিক অধিকার গুলি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব।স্বচ্ছতার সঙ্গে সরকার কিভাবে চালাতে হয় সেটা প্রধানমন্ত্রী দেখিয়েছেন।রাজ্য সরকারও সেই দিশায় কাজ করে চলেছে।কোন অবস্থায় কোন জায়গায় অলসতার কোন সুযোগ নেই। অফিসিয়ালরা দিনরাত পরিশ্রম করছেন। ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রার পশ্চিম জেলা ভিত্তিক মেলার উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা। একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সুযোগ মানুষ যাতে সহজে পেয়ে যান সে জন্য প্রতি ঘরে সুশাসন দুই কর্মসূচী । রাজ্যের প্রায় সর্বত্র বিকাশ মেলা ও সুশাসন শিবির হয়েছে পর্যায় ক্রমে। এখনও চলছে। এতে উপকৃত হচ্ছেন বহু মানুষ। সহজেই পেয়ে যাচ্ছেন সরকারি প্রয়োজনীয় বিভিন্ন নথিপত্র। বুধবার পশ্চিম জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পরাজয়ের শিবির হয়। স্বামী বিবেকানন্দ ময়দানে দুই দিন ব্যাপী মেলার সূচনা হয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী, মিনা রানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য- সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পশ্চিম জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ অন্যরা। এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, ব্লকের তরফে স্টল খোলা হয়েছে রয়েছে প্রদর্শনীর ব্যবস্থা। প্রথমদিনই প্রচুর মানুষ অংশ নিয়েছে। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,মানুষের কাছে মৌলিক অধিকার গুলি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব।স্বচ্ছতার সঙ্গে সরকার কিভাবে চালাতে হয় সেটা প্রধানমন্ত্রী দেখিয়েছেন।এদিকে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মানুষকে সরকারের কাছে আসতে হবে না,সরকার জনগণের কাছে যাবে। ক্ষমতার যে বিকেন্দ্রিকরণ , প্রশাসনের যে সুযোগ সুবিধা এই বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দুই পর্যায়ে মানুষকে দেওয়া হচ্ছে।

 

Related posts

CM pays tribute to martyred Indian Army soldier Subhankar Bhowmik

State Govt and Tata Technologies sign MoA for upgrading ITIs

রাজ্যে আনা হল শহীদ শুভঙ্কর ভৌমিকের কফিন বন্দি মৃতদেহ