দুই জায়গায় শিব মন্দির সাফাইয়ে পুর নিগমের মেয়র

আগরতলা : দীর্ঘ বছরের অপ[এক্ষার অবসান হতে যাচ্ছে। বলা যায় প্রায় ৫০০ বছরের অপেক্ষার অবসান হবে চলতি মাসের ২২ তারিখ। সেদিন অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির ও প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই মন্দিরের উদ্বোধন হবে। এর জন্য অপেক্ষায় দেশ বাসী। এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে দেশ ব্যাপী বিজেপি বিভিন্ন কর্মসূচী নিয়েছে। এর মধ্যে একটি হল স্বচ্ছ ভারত অভিযান।অন্যান্য দিনের মতো শনিবার সকালেই সাফাই অভিযানে বের হন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি স্বচ্ছতা অভিযান চালান রাজধানীর বটতলার শিব মন্দির ও দশমিঘাট পশ্চিম জয়নগরের রুদ্রেশ্বর শিব মন্দিরে। মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু দে সরকার সহ অন্যান্যরা।

Related posts

পূর্ব আগরতলা থানার পুলিসের জালে যুবতী সহ ৪

শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি