মৎস্য দিবস উপলক্ষ্যে সেমিনার-সংবর্ধনা

IMG 20230708 WA0438

আগরতলা : রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় মৎস্য দিবস পালন করা হচ্ছে। জেলা ভিত্তিক সেমিনার হচ্ছে বিভিন্ন জায়গায়। শনিবার এই দিবস উপলক্ষ্যে পশ্চিম জেলা ভিত্তিক আলোচনা চক্র হয় আগরতলায়। এদিন একদিবসীয় কর্মশালা হয় কলেজটিলা মৎস্য দপ্তরের অফিসে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, দপ্তরের সচিব মুসলিম উদ্দিন আহমেদ সহ বিশিষ্টজনেরা। এদিন কয়েকজন মৎস্য চাষিকে পুরস্কৃতও করা হয়। অনুষ্ঠানে পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য বলেন, দপ্তরের আধিকারিক , কর্মীরা নিচু তলা পর্যন্ত তাদের অভিজ্ঞতাকে পৌঁছে দিচ্ছেন মৎস চাষিদের উৎসাহিত করতে এবং তাঁদের চাষাবাদ বৃদ্ধি করার জন্য ।

Related posts

বুদ্ধ জন্মজয়ন্তীকে সামনে রেখে এবছরও বিভিন্ন অনুষ্ঠান কুঞ্জবন বেনুবন বুদ্ধ বিহারে

শাসক দল রাজ্যের জনগণ থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হচ্ছেন—জিতেন

আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলা টাউন হলে হয় রঙ্গলি বিহু উৎসব