আমতলীর এসডিপিও সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করলেন আক্রান্ত কৌশিকের বাবা

Picsart 24 01 27 20 25 51 089

আগরতলা : নিরপরাধ ছেলেকে অমানষিক ভাবে নির্যাতন করার অভিযোগ এনে এবার আমতলী থানার এস ডি পি ও সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক ব্যক্তি। শুক্রবার রাতে এন সি সি থানায় লিখিত অভিযোগ জমা দেন অবসর প্রাপ্ত শিক্ষক বিনয় দেবনাথ। ঘটনাটি ঘটেছিল ২৫ জানুয়ারি রাতে রাজধানীর জগতপুর ত্রি- মাথা এলাকায়। অভিযোগ সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে কতিপয় লোকজন আক্রমণ করে পুলিস আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে। দুইজনকে রাতেই জিবিতে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

এদিকে অভিযোগ মারপিটের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কৌশিক দেবনাথ নামে এক যুবককে বেধড়ক মারধর করেন এস ডি পি ও প্রসূন কান্তি ত্রিপুরা সহ উনার পরিবারের লোকজন ও দলবল। শুধু তাই নয় অভয়নগর টাউন আউট পোস্ট এনেও তাকে মারধর করে। পরে কৌশিকের আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে নিয়ে গিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন কৌশিক দেবনাথ।ঘটনা জানিয়ে সুবিচার চেয়ে শুক্রবার রাতেই কৌশিকের বাবা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা দায়ের করেন আমতলীর এস ডি পি ও প্রসূন কান্তি ত্রিপুরা সহ তার ছেলে- মেয়ে ও সঙ্গীদের বিরুদ্ধে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র