মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারেগামা মিউজিক একাডেমীর বর্ষপূর্তি উদযাপন

আগরতলা : ২০০৩ সালে পথ চলা শুরু সা রে গা মা মিউজিক একাডেমির। এ প্রতিষ্ঠান থেকে আধুনিক সংগীত চর্চা করে  মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ সহ  বিভিন্ন জায়গায় সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন বহু ছেলেমেয়ে।দেখতে দেখতে পেরিয়ে গেল একুশটি বছর।

প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় সারে গামা মিউজিক একাডেমির প্রতিষ্ঠা দিবস। এবছর ২২ বছর পূর্তি প্রতিষ্ঠানের।রবিবার রাজধানীরতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষ পূর্তি উদযাপন করা হয় ।সারেগামা  মিউজিক একাডেমির বর্ষ পুর্তির অনুষ্ঠান হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। ছোট ছোট শিল্পীরা বনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রচুর দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক সহ  সা রে গা মা মিউজিক একাডেমির অধ্যক্ষ জীবন কৃষাণ সহ অন্যান্যরা।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে