এস সি মোর্চার জাতীয় সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের বৈঠক

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি রাজ্যে সাংগঠনিক কর্মসূচী শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বসে নেই দলের শাখা সংগঠন গুলিও।বিজেপি এস সি মোর্চারও সাংগঠনিক কর্মসূচী শুরু হয়েছে দলের ও সংগঠনের সর্বভারতীয় সভাপতিদের নির্দেশে। এরই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির এস সি মোর্চার জাতীয় সম্পাদক নিলোপম দাস ত্রিপুরা সফরে আসেন। শুক্রবার তিনি সংগঠনের রাজ্য কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রদেশ বিজেপি কার্যালয়ে।উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, সংগঠনের রাজ্য সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। বৈঠক নিয়ে জাতীয় সম্পাদক বলেন, বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। এর মধ্যে একটি কর্মসূচী চলবে ৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। এর মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা হবে এস সি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে। কেন্দ্র সরকারের প্রকল্প গুলি নিয়ে সুবিধা ভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। ইতিমধ্যে একটি কর্মসূচী ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। টা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচীতে বৃহস্পতিবার রাজ্যে এসে তিনি অংশ নেন। বিভিন্ন ছাত্রাবাসে গিয়ে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিষয়ে খোঁজ নিচ্ছেন এবং ঘুরে দেখছেন। এস সি ছাত্রাবাসের আবসিকদের মিলছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা। পাশাপাশি যে সমস্যা রয়েছে সেগুলির সমাধান হবে শীঘ্রই। তিনি কথা বলেছেন হস্টেলের ছাত্র– আধিকারিকদের সঙ্গে।পাশাপাশি তিনি জানান, ত্রিপুরার দুটি লোকসভা আসনে জয়ী হওয়ার জন্য যা করার দরকার সব বিজেপি দলের তরফে করা হচ্ছে।এছাড়াও বিভিন্ন বিষয় এদিন তুলে ধরেন জাতীয় সম্পাদক।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath