আগরতলা : চলতি শিক্ষাবর্ষে সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তি ফী অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে বলে অভিযোগ। এতে গরিব অংশের ছেলে- মেয়েরা ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। বিভিন্ন ছাত্র সংগঠন বর্ধিত ফী প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত কোন সাড়া দেয়নি। ফী কমিয়ে ছাত্র- ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার জন্য দাবি জানিয়েছে অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের নেতৃত্ব। তাঁরা জানান বর্ধিত ভর্তির ফী কমানোর জন্য ৩ জুলাই উচ্চশিক্ষা দপ্তরে ডেপুটেশান দেওয়া হয়েছিল।অভিযোগ উচ্চ শিক্ষা দপ্তর কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি। এই অবস্থায় কলেজে ভর্তির কমানোর দাবি জানিয়ে সাত দিনের সময় বেঁধে দিল জানিয়েছে অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম।