আগরতলা : তিপ্রাসাদের ন্যায় ও সাংবিধানিক সমাধান দেবেন।এই প্রতিশ্রুতি ফের সোমবার দলের প্রতিষ্ঠা দিবসে দিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।এর পরেও যদি আন্দোলন করতে হয় তা করবেন বলে তিনি অভয় দেবেন। সোমবার তিপ্রা মথার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিন তৃতীয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয় রাজধানীর মালঞ্চ নিবাসে। সেখানে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ, নেতৃত্ব বিজয় কুমার রাংখল, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, তাপস দে,মণিহার দেববর্মা,প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রাজেশ্বর দেববর্মা সহ অন্যরা। প্রথমে নেতৃত্ব তিপ্রা মথা ও বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন। প্রতিষ্ঠা দিবসের সভায় আলোচনা করতে গিয়ে প্রদ্যোত কিশোর দেববর্মণ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, তিপ্রাসাদের সাংবিধানিক সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দেন ফের একবার। তিনি বলেন সাফল্য একদিন আসবেই। আর যেদিন সাফল্য মিলবে সেদিন বুবাগ্রা বলবে দিল মাঙ্গে মোর। এদিন প্রদ্যোত কিশোর দেববর্মণ সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে বলেন বন্দুকে কিছু মিলবে না। ভারত সরকারের সঙ্গে কথা বলেন। হিংসায় কিছু মিলবে না। বন্দুক ছেড়ে আলোচনায় আসার আহ্বান জানান তিনি। প্রদ্যোত বলেন তিনি আলোচনার সুযোগ করে দেবেন যাতে ত্রিপুরা শান্তিতে থাকে। শান্তির মাধ্যমে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।