পৃষ্ঠা প্রমুখদের নিয়ে রাজ্য ভিত্তিক সভা

আগরতলা : আসন্ন লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে সবার আগে থেকেই সাংগঠনিক কর্মসূচী শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সাংগঠনিক কর্মসূচী চালিয়ে যাওয়ার জন্য প্রদেশ বিজেপি সভাপতি সুবল ভৌমিককে ইনচার্জ করে কমিটি করে দেওয়া হয়েছে। ইতি মধ্যে রাজ্যে বিজেপির প্রতিটি সাংগঠনিক জেলায় বৈঠক সম্পন্ন হয়েছে পৃষ্ঠা প্রমুখদের। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় রাজ্য ভিত্তিক সাংগঠনিক বৈঠক পৃষ্ঠা প্রমুখদের নিয়ে।উপস্থিত ছিলেন ইনচার্জ তথা প্রদেশ বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ বিজেপির সহ- সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যরা। সুবল বাবু এদিন বলেন, ২০১৭ সালে প্রায় ৩৭ হাজার পৃষ্ঠা প্রমুখ তৈরি করা হয়েছিল। তাদের আই কার্ডও দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন পৃষ্ঠা প্রমুখদের নেতৃত্বেই ২০১৮ সালে পরিবর্তন সম্ভব হয়েছে।পৃষ্ঠা প্রমুখ ভ্যারিফিকেশন চলছে এখন। বর্তমানে রাজ্যে ৫৯ হাজার পৃষ্ঠা প্রমুখ রয়েছে। সমস্ত পৃষ্ঠা প্রমুখদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, তাদেরকে সাংগঠনিক কাজে যাতে বেশি করে যুক্ত করা গেলে সংগঠনও প্রানবন্ত হবে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন