দ্বিতীয় ম্যাচে জয় পেলো ফলো ঝানু ক্লাব

আগরতলা : মৌসুমি উরাং-র হ্যাটট্রিক ও দিপালী হালামের জোড়া গোলে জয় পেল ফলো ঝানু ক্লাব।ম্যাচে ৫-০ গোলে জয়ী হয় ফলো ঝানু।এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতায় বুধবার উমাকান্ত মাঠে মুখোমুখি হয় ফলো ঝানু ক্লাব ও চলমান সংঘ। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো ফলো ঝানু ক্লাব। ম্যাচে মৌসুমি উরাং এর হ্যাট্রিক ও দিপালী হালাম এর জোড়া গোলের সুবাধে চলমান সংঘকে পরাজিত করেন মৌসুমিরা

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জাতীয় আসরে অংশ নিতে চলা যোগা দলকে সংবর্ধনা