ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ১ কোটি, আমেরিকায় বিক্রি হচ্ছে একই টিকিট বার বার

আগরতলা : একই টিকিট বার বার বিক্রি হচ্ছে। ফলে প্রথমে টিকিটের দাম কম থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম তো কোটি টাকা উঠেছে। আমেরিকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ছবিই দেখা যাচ্ছে।

বিশ্বকাপের কোনও ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ভারতীয় মূল্যে ৪৯৭ টাকা। তবে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম শুরু থেকেই বেশি। এই ম্যাচের ভিআইপি টিকিটের দাম শুরুতে ৩৩ হাজার টাকা। প্রথমে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনে তা বিক্রি করা হচ্ছে বিভিন্ন রি-সেল (বিক্রি হওয়া টিকিট কিনে সেখান থেকে আবার তা বিক্রি করা হয়) প্ল্যাটফর্মে। সেখানেই টিকিটের দাম বেড়ে যাচ্ছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ‘স্টাবহাব’ বা ‘সিটগিক’-এর মতো প্ল্যাটফর্মে টিকিটের দাম হু হু করে বাড়ছে। সেই সব প্ল্যাটফর্মে ভারত-পাক ম্যাচের একটি টিকিটের দাম ন্যূনতম ৩৩ লক্ষ টাকা। কোথাও ৪১ লক্ষ টাকায় টিকিট বিক্রি হচ্ছে। কোনও প্ল্যাটফর্মে ভিআইপি টিকিটের সর্বোচ্চ দাম পৌঁছেছে ১ কোটি ৮০ লক্ষ টাকায়।

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট আমেরিকার জনপ্রিয় বাস্কেটবল বা বেসবলের ম্যাচের টিকিটের দামের সঙ্গে পাল্লা দিচ্ছে। এমনকি কোনও কোনও ক্ষেত্রে তাদের টপকেও যাচ্ছে। এই টিকিটের দাম থেকে আশা দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। ক্রিকেট তেমন জনপ্রিয় না হলেও যে ভাবে টিকিটের দাম বাড়ছে তাতে আগামী দিনে এই সব দেশেও ক্রিকেট যে জনপ্রিয় হয়ে উঠবে সে বিষয়ে আশাবাদী তাঁ

রা।

Related posts

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

প্যারিস অলিম্পিকের স্মৃতি চিহ্নের প্রদর্শনী আগরতলায়

Govt committed to develop sports infrastructure in urban, rural areas: CM