ড্রাগস সহ গ্রেপ্তার এক 

IMG 20240312 WA0407

আগরতলা : ড্রাগস সহ গ্রেপ্তার হওয়া যুবককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আমতলী থানার পুলিস। গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিস ফুলতলী এলাকায় সুমন সরকারের বাড়িতে অভিযান চালায়। তার বাড়িতে হানা দিয়ে ১৬ টি প্যাকেটে ব্রাউন সুগার, নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সুমন সরকারকে। তাঁকে আদালতে তোলা হলে পুলিস রিমান্ডে পাঠানো হয়। সেখানে পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ।তিনি জানান, এর আগেও সে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু প্রমানাভাবে ছাড়া পেয়ে যায়

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়