আগরতলা : নির্বাচন কমিশনের নিয়ম কানুনের জন্যই চেয়ারম্যান পদ উঠেছে।নিয়ম অনুযায়ী সভাপতি থাকবেন, চেয়ারম্যান নন। সেজন্যই তিনি পদ ছেড়ে। সংগঠনের দিকে নজর দেবেন। রাজনীতি ছাড়ার কোনো প্রশ্ন নেই বলে সোমবার প্রদ্যোৎ কিশোর মানিক্য এক সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে দেন। আসন্ন পার্লামেন্ট নির্বাচনে যারা তাদের দাবির সাথে একমত হবেন তাদের সাথেই তিপ্রা মথা যাবে বলে জানিয়ে দেন।সঠিক প্রাপ্তি যেটা এডিসিকে দেবার কথা সেটা সরকার দিচ্ছে না অভিযোগ এনে প্রদ্যোত কিশোর দেববর্মণ জানান, সেজন্য খুব শীঘ্রই তাঁর দল আন্দোলনে যাচ্ছে বলে জানিয়ে দেন। এই সঙ্গে তিনি রাজনীতি ও তিপরাসার জন্যই ময়দানে থাকবেন তিপরাল্যান্ডের দাবি নিয়ে সেটাও জানিয়ে দেন।তবে এদিন চেয়ারম্যান পদ ছাড়া নিয়ে সাংবাদিকদের চেয়ারম্যানের পদ ছাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একপ্রকার ক্ষেপে গেলেন তিপ্রা মথার নেতা প্রদ্যোত কিশোর দেববর্মণ। জনৈক সাংবাদিককে ভাষার পাঠ দিতে চাইলেন। তিপ্রা মথার নেতার ভাবখানা এমন যেন তিনি সব জান্তা।
চেয়ারম্যান পদ ছাড়লেন কেন,নেই প্রদ্যোতের সঠিক জবাব
194
previous post