আগরতলা : কাল বৈশাখীর তাণ্ডব রাজ্যের বিভিন্ন জায়াগায় রবিবার সকালে কালবৈশাখীর ঝড়ের দাপট শহর আগরতলায়ও। এদিন ভোর থেকেই শুরু হয় মেঘের গর্জন। আকাশ কালো করে শুরু হয় ঝড়-বৃষ্টি। আর এই ঝড়ে ভেঙে যায় প্রায় ৫০ বছরের পুরনো বড় গাছ জিবি এলাকায়।এদিন জিবি হাসপাতালে প্রবেশের মূল গেটের সামনে রাস্তায় ভেঙে পড়ে ঝড়ে বহু পুরনো গাছটি। গাছ পড়ে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। এতে রাস্তার একাংশে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। তবে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। গাছ পড়ে স্থানীয় একটি মিষ্টি দোকানের সাইনবোর্ড ও বারান্দার সামান্য ক্ষতি হয়েছে। স্থানীয় এক ব্যক্তি জানান অন্য সময় এই জায়গায় দাঁড় করানো থাকে কয়েকটি গাড়ি।স্বাভাবিক ভাবে থাকতো লোকজনও। কিন্তু এদিন গাড়ি না থাকায় বড় ধরণের ক্ষতি এড়ানো গেছে। এদিকে গাছ ভেঙে পড়ে যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন পুর নিগমের কর্মীরা। তারা দ্রুততার সঙ্গে ভেঙে পড়া গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।
ঝড়ে ভেঙে পড়লো বিশাল আকৃতির গাছ জিবি এলাকায়
159
previous post