কিল্লা মর্নিং ক্লাব ও ফোলো ঝানু ক্লাবের ম্যাচ ২-২ গোলে ড্র

আগরতলা : মহিলা লিগ ফুটবলে বৃহস্পতিবার উমাকান্ত মাঠে মুখোমুখি হয় কিল্লা মর্নিং ক্লাব ও ফোলো ঝানু ক্লাব। ২-২ গোলে ম্যাচ ড্র হয়। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতায় এদিন মুখোমুখি হয় কিল্লা মর্নিং ক্লাব ও ফোলো ঝানো। ম্যাচটি ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। ম্যাচে কিল্লা মর্নিং ক্লাবের হয়ে জোড়া গোল করে খেলার ২৫ ও ৫০ মিনিটে কাজলতি রিয়াং। অন্যদিকে ফোলো ঝানু ক্লাবের হয়ে গোল দুটি করে খেলার ৪৪ ও ৬৪ মিনিটে যথাক্রমে সুপ্রিয়া ও ঝুমা উরাং। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় কাজলতি রিয়াং। লিগে কিল্লা মর্নিং ক্লাব ৩ ম্যাচে ২ টি জয় ও একটি ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে ফোলো ঝানু ৪ ম্যাচে ১ টি ম্যাচে জয়, একটি ম্যাচ ড্র, একটি ম্যাচ পরাজিত ও একটি ম্যাচ ওয়াক অভার পেয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে।

Related posts

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়