আগরতলা : লোকসভার পশ্চিম আসন ও রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান ভোটারদের কাছে রাখলেন দীপক মজুমদার। বাড়ি বাড়ি প্রচার, পথসভা, পদযাত্রা, জনসভা প্রতিদিন চলছে রামনগরের বিভিন্ন জায়গায়। সোমবার পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর উপভোটের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে পদযাত্রা হয়। ৩৫ নম্বর ওয়ার্ডের তরফে এই পদযাত্রা বের হয় দশমীঘাট এলাকা থেকে। পদযাত্রার সামনে ছিলেন রামনগরের প্রার্থী দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পদযাত্রা। এতে ব্যাপক সংখ্যক নারী-পুরুষ যুবক- যুবতী অংশ নেন। যেদিকে পদযাত্রা গেছে সাধারণ মানুষের সমর্থন কুড়িয়েছে।
রামনগরের বিজেপি প্রার্থীকে নিয়ে পদযাত্রা
225
previous post