রামনগরের বিজেপি প্রার্থীকে নিয়ে পদযাত্রা

DSC 0417

আগরতলা : লোকসভার পশ্চিম আসন ও রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান ভোটারদের কাছে রাখলেন দীপক মজুমদার। বাড়ি বাড়ি প্রচার, পথসভা, পদযাত্রা, জনসভা প্রতিদিন চলছে রামনগরের বিভিন্ন জায়গায়। সোমবার পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর উপভোটের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে পদযাত্রা হয়। ৩৫ নম্বর ওয়ার্ডের তরফে এই পদযাত্রা বের হয় দশমীঘাট এলাকা থেকে। পদযাত্রার সামনে ছিলেন রামনগরের প্রার্থী দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পদযাত্রা। এতে ব্যাপক সংখ্যক নারী-পুরুষ যুবক- যুবতী অংশ নেন। যেদিকে পদযাত্রা গেছে সাধারণ মানুষের সমর্থন কুড়িয়েছে।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার