আগরতলা : প্রচারে কেন্দ্র _ রাজ্য ও পুর নিগমের কাজগুলি তুলে ধরা হচ্ছে ।ভোটাররা সরকারের কাজকর্মে খুব খুশি ।তাদের তরফে ব্যাপক সাড়া মিলছে। মঙ্গলবার বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে এ অভিমত ব্যক্ত করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার ।প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যাচ্ছেন । এলাকার আরো উন্নয়নের স্বার্থে ভোট চাইছেন। মঙ্গলবার দিনও মেহের কালি বাড়ি এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার ।বাড়ি বাড়ি ভোটারদের কাছে গিয়ে উন্নয়নে নিরিখে ভোট দেওয়ার প্রার্থনা করেন ।ভোটারদের তরফে ব্যাপক সাড়া মিলছে বলে প্রতিক্রিয়ায় জানান দীপক বাবু।
প্রচারে মিলছে ব্যাপক সাড়া
176
previous post