আগরতলা : শুরু হল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বাড়ি বাড়ি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া । বাড়ি বাড়ি ৮৫ বছর ঊর্ধ্ব ও বিশেষ ভাবে সক্ষমদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভোট নেওয়া হয়। প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার নির্দেশ রয়েছে ভারতের নির্বাচন কমিশনের। সে মতো পশ্চিম ত্রিপুরা ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য পোস্টাল ব্যালটে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া শুরু হয় বুধবার। এদিন সংশ্লিষ্ট ভোট কর্মীরা নিরাপত্তা বাহিনী নিয়ে উমাকান্ত ময়দান থেকে ভোটারদের বাড়ি বাড়ি যান। ৮৫ বছর ঊর্ধ্ব ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ভোগ গ্রহণ করেন ভোট কর্মীরা। ১২ তারিখও ভোট নেওয়া হবে।কড়া নিরাপত্তায় নেওয়া হয় ভোট। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার সহ অন্যরা যান রামনগর কেন্দ্রে। বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া তারা পর্যবেক্ষণ করেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট নেওয়া বাড়ি বাড়ি ১৭ ও ১৮ এপ্রিল।
বাড়ি বাড়ি ভোট নেওয়া শুরু
150
previous post