ব্যালটে ভোট দিলেন সাংবাদিকরা

আগরতলা : ব্যালটে ভোট দিলেন সাংবাদিকরাও। সোমবার রাজধানীর শিশু বিহার স্কুলে তারা মতদান প্রয়োগ করেন। মূলত যারা নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের কাজে যুক্ত থাকবেন তারা এদিন ভোট দেন। ভোট দান প্রক্রিয়া ঘুরে দেখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক তথা এ আর ও। এদিন ৪২ জন জরুরি পরিষেবার কাজে যুক্তরা ভোট দেন। তাদের মধ্যে বেশিরভাগই সাংবাদিক। রিটার্নিং অফিসার জানান ১৬ ও ১৭ এপ্রিল ভোট নেওয়া হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের কাজে যুক্ত পুলিস কর্মীদের। সম্ভবত এবারই প্রথম ব্যালটে সাংবাদিকদের ভোট নেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ ১৯ এপ্রিল।

 

 

 

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে