নিজ বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় পরে থাকা ব্যক্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা

আগরতলা : নিজ বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় পরে থাকা ব্যক্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা। মৃতের নাম শিবু দাস। বয়স আনুমানিক ৫৬ বছর। রাজধানীর ভাটি অভয়নগর মোল্লা পাড়ার বাসিন্দা শিবু দাস। অভিযোগ প্রায়শই মদমত্ত অবস্থায় বাড়ি ঘরে যেত। শ্রমিকের কাজ করা শিবু দাস দুই তিন মাস ধরে কোন কাজও করছে না। রবিবার রাতেও মদমত্ত অবস্থায় বাড়িতে যায়। সোমবার সকালে শিবু দাসের ছেলে কাজ থেকে বাড়িতে এসে দেখেন সংজ্ঞাহীন অবস্থায় পরে আছে মৃত ব্যক্তি। তখন লোকজন মিলে জিবিতে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে কিভাবে শিবু দাসের মৃত্যু হয়েছে এনিয়ে ধোঁয়াশা।মৃতের ছেলে আরও জানায় বাড়িতে তাঁর মা ও ছোট বোন থাকলেও তারা কিছুই বুঝেনি। ময়না তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে । ঘটনায় ভাটি অভয়নগর মোল্লাপাড়া এলাকায় চাঞ্চল্য।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে