সাংবাদিক সম্মেলনে সাফল্য তুলে ধরলেন বি এস এফ আই জি

আগরতলা : ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সীমান্ত এলাকায় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা নিয়ে থাকে। অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা বি এস এফ নেশা সামগ্রী ও পাচার রোধে বড় ভূমিকা নিচ্ছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে রাজ্যের বিভিন্ন জায়গায় সীমান্তে আটকও হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। সোমবার আগরতলা শালবাগানস্থিত বি এস এফের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তা তুলে ধরেন বি এস এফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি পীযূষ প্যাটেল। তিনি তথ্য তুলে ধরে জানান গত প্রায় ১৩-১৪ মাসে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ইয়াবা ট্যাবলেট, নেশা সামগ্রী গাঁজা, ফেন্সিডিল, মদ বাজেয়াপ্ত করেছে প্রচুর পরিমাণে। এছাড়া গবাদি পশু গরু, স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি সাফল্য তুলে ধরে জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত ত্রিপুরায় ইয়াবা ট্যাবলেট ১,৮৯,৮৪৩ টি, গাঁজা ২২,৩৯২.২৩ কেজি, ফেন্সিডিল ২,১১,৬১৬ বোতল আটক করেছে বি এস এফ।এছাড়াও বিভিন্ন সামগ্রী আটক করতে সক্ষম হয়েছেন জওয়ানরা। এছাড়াও বিভিন্ন তথ্য সহকারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সাফল্য উঠে সাংবাদিক সম্মেলনে। উপস্থিত ছিলেন বি এস এফের উচ্চপদস্থ আধিকারিকরাও।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল