ড্রাগস সহ পুলিসের জালে এক

আগরতলা : ড্রাগস বিক্রি করতে এসে পুলিসের জালে কুখ্যাত নেশাকারবারি। ধৃতের নাম জুটন মিয়া। তাঁর বাড়ি আমতলী থানাধিন ফুলতলী এলাকায়। অভিযোগ অনেক দিন নেশার ব্যবসার সঙ্গে যুক্ত জুটন মিয়া। সোমবার রাতে আমতলী থানার কাছে গোপন খবর আসে সূর্যমনিনগর ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় ড্রাগস কেনাবেচা হবে। সেই মতো রাতের বেলা পুলিস সেখানে উত পেতে বসে থাকে। তখনই ড্রাগস বিক্রি করতে আসে জুটন মিয়া। পুলিস সঙ্গে সঙ্গে তাকে জালে তুলে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৩৩ গ্রাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ড্রাগসের বাজারমূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা।এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা বের বের করতে পুলিস জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ধৃতকে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে