রামনগর মণ্ডলের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

আগরতলা রক্তের কোন বিকল্প নেই। অনেক দান রয়েছে। কিন্তু রক্তদানের উপরে আর কিছু দান হতে পারে না।জনসংখ্যার এক শতাংশ রক্ত ব্লাড ব্যাঙ্কে থাকা প্রয়োজন। বুধবার ভারতীয় জনতা পার্টি রামনগর মণ্ডলের রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন রামনগর বিধানসভার উপ- নির্বাচনের নির্বাচনী কার্যালয়ের সামনে হয় শিবিরটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, রামনগর মণ্ডল সভাপতি সহ অন্যরা। শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, একজন রক্তদাতা চারজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারেন। তিনি বলেন, রক্তের কোন ধর্ম ,লিঙ্গ হয় না। রক্তের মাধ্যমে একে অপরের জন্য এমন ধরণের একটা অনুভুতি চলে আসে। ত্রিপুরায় রক্তদানে যেভাবে মানুষ এগিয়ে দেশের কোথাও দেখা যায় না। মুখ্যমন্ত্রী বলেন, সবদিকে ত্রিপুরা এখন এগিয়ে। এদিন শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি