পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের তরফে ঠাণ্ডা পানীয় বিলি

আগরতলা : অসহনীয় গরমে নাজেহাল আমজনতা। এই প্রখর গরমের মধ্যেও প্রয়োজনে শ্রমজীবী সহ বিভিন্ন অংশের মানুষকে বাড়ি থেকে বের হতে হচ্ছে। এদের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড, সংস্থা, সংগঠন পথ চলতি লোকজনের মধ্যে ফল, ঠাণ্ডা পানীয় বিলি করছে। প্রতিদিনই শহরের কোথাও না কোথাও দেওয়া হচ্ছে ঠাণ্ডা পানীয়। শুক্রবার পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের তরফে রাজধানীর জয়নগর এলাকায় লোকজনের মধ্যে বিতরণ করা হয় ঠাণ্ডা পানীয় ও কাটা তরমুজ।উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিতু গুহ, মনোজ কান্তি দেবরায়, বিজেপি নেতা জসীম উদ্দিন সহ অন্যরা। তারা লোকজনের হাতে ঠাণ্ডা পানীয়, তরমুজ তুলে দেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল