ভিকি খুনে ৪ দিনের ফের রিমান্ড দুই অভিযুক্তের

{"remix_data":[],"source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":[],"tools_used":[],"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আগরতলা : ঊষাবাজার ভারতরত্ন সংঘের ক্লাব সম্পাদক ভিকি খুন কাণ্ডে অভিযুক্ত প্রদ্যোত ধর চৌধুরী ও সুস্মিতা সরকার পুরোপুরি তদন্তে সহযোগিতা করছে না বলে অভিযোগ। তাই তাদের কাছ থেকে আরও তথ্য জানতে পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার ফের দুইজনকে আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিসের তরফে প্রদ্যোত ধর চৌধুরীকে ৬ দিনের এবং সুস্মিতা সরকারকে ফের ৮ দিনের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানান আইনজীবী শঙ্কর লোধ।আদালত দুইজনের ৪ দিনের পুলিস রিমান্ড মঞ্জুর করেছে। ১৪ মে ফের তাদের আদালতে তোলা হবে। পাশাপাশি তিনি জানান, ঘটনায় আরও এক অভিযুক্ত আকাশ করকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত তাকে শনিবার আগরতলায় আনা হবে। উল্লেখ্য দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুনে এখন পর্যন্ত পুলিস গ্রেপ্তার করেছে ৫ জনকে।

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন