চলন্ত ট্রেন থেকে পড়ে আহত যুবক জিবিতে

আগরতলা : পরিবারের লোকজনের সঙ্গে উদয়পুর মাতাবাড়িতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবক। আহত যুবক বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সোমবার ঘটে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়। আগরতলা রাধানগর এলাকার বাসিন্দা সন্দীপ আচার্য। বয়স ২১-র যুবক পরিবারের লোকজনের সঙ্গে এদিন ট্রেনে করে উদয়পুর যাচ্ছিল। জানা গেছে সে ট্রেনের দরজার সামনে বসে ছিল।মাতাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন আদিবাসী কলোনি এলাকায় আচমকা চলন্ত ট্রেন থেকে পড়ে যায়।তখন পরিবারের লোকজন নেমে এসে দেখেন রেলপথের পাশে জঙ্গলে পড়ে আছে। এগিয়ে আসেন স্থানীয় লোকজন।খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত যুবককে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পড়ে আঘাত গুরুতর হওয়ায় জিবিতে রেফার করা হয়। বর্তমানে সেখানেই চলছে যুবকের চিকিৎসা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি