প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ের ধারা অব্যাহত রেখেছে কসমোপলিটন ও হার্ভে

আগরতলা : টি সি এ পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ের ধারা অব্যাহত রেখেছে কসমোপলিটন ও হার্ভে। অন্যদিকে বিসিসিকে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেলো ওপিসি।সোমবার প্রতিদিনের মতো তিন মাঠে তিনটি ম্যাচ হয়।এদিন নরসিংগড়স্থিত টিআইটি মাঠে মুখোমুখি হয় চলমান সংঘ ও কসমোপলিটন।ম্যাচে চলমান সংঘকে ১ উইকেটে পরাজিত করে কসমোপলিটন। ম্যাচে চলমান সংঘের দেওয়া ৮০ রানের জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমে কসমোপলিটন ২০ ওভার ৫ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।দিনের অন্য ম্যাচে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে বিসিসিকে ৭ উইকেটে পরাজিত করে ওপিসি। আর এমবিবি স্টেডিয়ামে ম্যাচে হার্ভের মুখোমুখি হয় ইউবিএসটি।ম্যাচে ইউবিএসটিকে ১৩০ রানের ব্যবধানে পরাজিত করে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে রয়েছে হার্ভে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে