প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ের ধারা অব্যাহত রেখেছে কসমোপলিটন ও হার্ভে

আগরতলা : টি সি এ পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ের ধারা অব্যাহত রেখেছে কসমোপলিটন ও হার্ভে। অন্যদিকে বিসিসিকে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেলো ওপিসি।সোমবার প্রতিদিনের মতো তিন মাঠে তিনটি ম্যাচ হয়।এদিন নরসিংগড়স্থিত টিআইটি মাঠে মুখোমুখি হয় চলমান সংঘ ও কসমোপলিটন।ম্যাচে চলমান সংঘকে ১ উইকেটে পরাজিত করে কসমোপলিটন। ম্যাচে চলমান সংঘের দেওয়া ৮০ রানের জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমে কসমোপলিটন ২০ ওভার ৫ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।দিনের অন্য ম্যাচে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে বিসিসিকে ৭ উইকেটে পরাজিত করে ওপিসি। আর এমবিবি স্টেডিয়ামে ম্যাচে হার্ভের মুখোমুখি হয় ইউবিএসটি।ম্যাচে ইউবিএসটিকে ১৩০ রানের ব্যবধানে পরাজিত করে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে রয়েছে হার্ভে।

Related posts

বাজেটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গুণকীর্তন মুখ্যমন্ত্রীর

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠতে প্রস্তুত সকলে

রবীন্দ্র ভবনে শুরু হল দুই দিন ব্যাপী নর্থ ইস্ট জাপান ক্যারাভান