জয়ের ধারা অব্যাহত রাখল হার্ভে ও কসমোপলিটন

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় ৩ টি ম্যাচ হয় বুধবার। এদিন টিআইটি মাঠে মুখোমুখি হয় মৌচাক ও পোলস্টার ক্লাব। প্রথমে ব্যাট করে মৌচাক ১৪৬ রান তুলে ১০ উইকেট হারিয়ে ৪০ ওভার ৩ বলে। পাল্টা ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পোলস্টার ক্লাব। ৭ উইকেটে জয়ী হয় পোলস্টার। এম বি বি মাঠে এদিন ম্যাচ হয় হার্ভে ও চলমান সংঘের মধ্যে। হার্ভে প্রথমে ব্যাট করে ২১৭ রান তুলে ১০ উইকেট হারিয়ে। চলমান সংঘ ব্যাট করতে নেমে ১৬৯ রান তুলতে সক্ষম হয় ১০ উইকেটে ৪২ ওভার ৪ বলে।হার্ভে ৪৮ রানে জয়ী হয়। পুলিস ট্রেনিং মাঠে মুখোমুখি হয় বি সি সি ও কসমোপলিটন ক্লাব। বিসিসি ১৭২ রান তুলে ৯ উইকেটে ৫০ ওভারে। ম্যাচে কসমোপলিটন জয়ী হয় ৫ উইকেটে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি