পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ব্লাড মাউথ

আগরতলা : দ্বিতীয় ডিভিশন লিগের শিরোপা দখলের লড়াইয়ে আরও এককদম এগিয়ে গেল ব্লাড মাউথ ক্লাব। মঙ্গলবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মাঠে মুখোমুখি হয় মৌচাক ো ব্লাড মাউথ ক্লাব। ম্যাচে দেবরাজ জমাতিয়ার জোড়া গোল ও অমিত জমাতিয়ার ১ টি গোলের সুবাদে মৌচাক ক্লাব-কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগ শিরোপা জয়ের দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলো ব্লাড মাউথ ক্লাব।ম্যাচে লিগ চ্যাষ্পিয়নের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মৌচাক ক্লাবের বিরুদ্ধে লড়তে নামে ব্লাড মাউথ। সেই ম্যাচে মৌচাক ক্লাবকে পরাজিত করে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো ব্লাড মাউথ।

Related posts

সুপার ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন ব্লাড মাউথ রানার্স সংহতি ক্লাব

১৪ তম ফেডারেশন কাপে স্বর্ণপদক রাজ্যের মেয়ে রীতা নাগের

ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল অস্মিতা সিটি লীগের