আগরতলা : ২৪ মে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চমাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল। বুধবার একথা জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। তিনি জানান,২৪ মে পর্ষদ অফিসের হলঘরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। তবে এবছর পরীক্ষার ফল যে আশানুরুপ হবে না তা একপ্রকার স্বীকার করে নেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। কারণ প্রথম সারির বিদ্যালয় গুলি বিদ্যাজ্যোতি প্রকল্পে সি বি এস ই-র অধীনে চলে গেছে। ফলে রাজ্যের সরকারি দ্বিতীয় সারির স্কুলগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রয়েছে। এবছর ফল কিছুটা নিম্নমুখী হবে বলে জানান তিনি।