জয়ের ধারা অব্যাহত স্পোর্টস স্কুলের

আগরতলা : সিনিয়র মহিলা লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রাখল ত্রিপুরা স্পোর্টস স্কুল। বুধবার এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় কিল্লা মর্নিং ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। নিয়মরক্ষার এই ম্যাচে কিল্লা মর্নিং ক্লাব-কে à§©-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো স্পোর্টস স্কুল। ম্যাচে স্পোর্টস স্কুলের হয়ে জোড়া গোল করে খেলার ৩২ ও à§©à§® মিনিটে শ্রেয়া দেব ও à§§ টি গোল করে খেলার ৮৯ মিনিটে বিনিতা সিনহা। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় স্পোর্টস স্কুলের ফুটবলার শ্রেয়া দেব। যদিও এদিনের ম্যাচ মুখোমুখি হওয়া দু’টি দল ইতিমধ্যে সুপার চারে জায়গা করে নিয়েছে।

Related posts

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়

আগরতলায় দাবা আরবিটর তৈরির সেমিনার শুরু