জয়ের ধারা অব্যাহত স্পোর্টস স্কুলের

আগরতলা : সিনিয়র মহিলা লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রাখল ত্রিপুরা স্পোর্টস স্কুল। বুধবার এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় কিল্লা মর্নিং ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। নিয়মরক্ষার এই ম্যাচে কিল্লা মর্নিং ক্লাব-কে à§©-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো স্পোর্টস স্কুল। ম্যাচে স্পোর্টস স্কুলের হয়ে জোড়া গোল করে খেলার ৩২ ও à§©à§® মিনিটে শ্রেয়া দেব ও à§§ টি গোল করে খেলার ৮৯ মিনিটে বিনিতা সিনহা। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় স্পোর্টস স্কুলের ফুটবলার শ্রেয়া দেব। যদিও এদিনের ম্যাচ মুখোমুখি হওয়া দু’টি দল ইতিমধ্যে সুপার চারে জায়গা করে নিয়েছে।

Related posts

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

Technology can revolutionize Journalism: CM

প্রযুক্তিকে ব্যবহার করে সাংবাদিকতায় বিরাট পরিবর্তন আনা সম্ভব: মুখ্যমন্ত্রী