ত্রিপুরা আগরতলা : ত্রিপুরায় পুরুষদের পাশাপাশি মহিলাদের মধ্যেও তামাক সেবনের প্রবণতা বেড়েছে যাচ্ছে। যা কিনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়তে পারে শিশুদের উপরে। তাই ধুমপান থেকে সকলকে দূরে রাখতে অঙ্গীকার নেওয়ার জন্য এবছরও রাজ্যে বিশ্ব তামাক বিরোধী দিবসে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ১৯৮৭ সাল ৩১ মে থেকে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন হয়ে আসছে। প্রতি বছর বিভিন্ন থিম থাকে এই তামাক মুক্ত দিবসে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এবছর তামাক বিরোধী দিবসের থিম তামাক শিল্পের হস্তক্ষেপ থেকে শিশুদের রক্ষা করা। শুক্রবার সকালে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয়। ধুমপান থেকে মানুষকে মুক্ত রাখতে সচেতনতা গড়ে তুলতে কলেজ চত্বরে হয় রেলি। একই সঙ্গে চলে ধুমপান থেকে বিরত থাকার স্বাস্থ্য সচেতনতা মূলক স্বাক্ষর অভিযান।এজিএমসি টিচার্স ফোরাম এর উদ্যোগে আয়োজিত হয় সচেতনতামূলক আলোচনা সভা।এছাড়া ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের উদ্যোগে মডেল রুরাল হেলথ রিসার্চ ইউনিট আগরতলার সহযোগিতায় হয় রেলি ও স্বাক্ষর অভিযান।কর্মসূচী ঘিরে বেশ সাড়া পড়ে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের প্রধান ডাঃ সুব্রত বৈদ্য সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তামাক বিরোধী সচেতনতা মূলক কর্মসূচী
155
previous post