হাঁপানিয়ায় হবে এবছর সপ্তম লিভারকন

ত্রিপুরা আগরতলা: লিভার রোগকে ভিন্নভাবে দেখার প্রয়োজন এসে গেছে।লিভার রোগ সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সামনে রেখে তিনদিনের সপ্তম লিভারকন আয়োজন করা হচ্ছে।৭ জুন থেকে শুরু হবে লিভারকন। ২০১১ সাল থেকে একবছর পর পর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আর ২০১৯ সাল থেকে পদ্মা-গঙ্গা- গোমতী নামে আরেকটি সম্মেলন করা হচ্ছে।বৃহস্পতিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার অফিসে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক।তিনি জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ২২ বছর ধরে ত্রিপুরায় বিভিন্ন কাজ করে আসছে।সংস্থার সপ্তম লিভারকন ও পঞ্চম পদ্মা-গঙ্গা- গোমতি আন্তর্জাতিক লিভার সম্মেলন হবে এবছর। চলতি মাসের ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনফারেন্স হলে হবে এই সম্মেলন। সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক। সম্মেলনের উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা। ডাঃ প্রদীপ ভৌমিক জানান, সম্মেলনে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট চিকিৎসক। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ নেপাল ও বাংলাদেশ থেকেও বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেবেন।

Related posts

পূর্ব আগরতলা থানার পুলিসের জালে যুবতী সহ ৪

শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি