এম বি বি কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি

ত্রিপুরা আগরতলা : মহাবিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে সরব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বৃহস্পতিবার সংগঠনের এমবিবি কলেজ ইউনিট এর তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় রাজধানীর মহারাজা বীর বিক্রম কলেজের অধ্যক্ষের কাছে। এদিন কলেজ চত্বরে পড়ুয়ারা মিছিল করে ডেপুটেশন দেন অধ্যক্ষের কাছে ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট দাবিতে।উপস্থিত ছিলেন ত্রিপুরা ইউনিভার্সিটি এবং,আইআইটি, , এনআইটি, জেলা সংগঠন মন্ত্রী রাহুল মগ,আগরতলা মহানগর সহ-সম্পাদক দ্বীপ চৌধুরী,এমবিবি কলেজ ইউনিট সভাপতি শুভম নন্দী,এমবিবি কলেজ ইউনিটের সহ-সভাপতি শুভ্রদ্বীপ সরকার সহ অন্যান্য কার্যকর্তারা।

Related posts

ডম্বুরে চালু হতে পারে পর্যটকদের জন্য সি প্ল্যান পরিষেবা

ক্ষুদ্র সঞ্চয় দপ্তরে ১১ জন চাকরি প্রাপকের হাতে তুলে দেওয়া হল অফার

কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের বৈঠকে আগামী কর্মসূচী নিয়ে আলোচনা