ত্রিপুরা আগরতলা: যান দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। একের পর এক পথ দুর্ঘটনা ঘটেই চলেছে। ফের রাজধানীতে ভোররাতে দুর্ঘটনা। রবিবার ভোর আনুমানিক সাড়ে ৫ টা নাগাদ একটি ট্রিপার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে রাস্তার পাশে এক ব্যক্তির বাড়িতে। ঘটনা রাজধানীর বনমালীপুর বিকে রোডে।অভিযোগ রাস্তার পাশে স্থানীয় বাসিন্দা নিবিড় দেবের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়ে ট্রিপার।বিকট শব্দ পেয়ে বাড়ির লোকজন বের হয়ে দেখেন বাড়ির গ্রিল গেট ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয় উনার ব্যক্তিগত গাড়ি। জানা গেছে কিছুদিন আগে কেনা হয় গাড়িটি। নিবিড় বাবুর গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ক্ষতি হয়েছে দরজা জানালার। নিবিড় দেবের স্ত্রীর অভিযোগ ট্রিপার চালক মদমত্ত অবস্থায় ছিল। ঘটনায় নিবিড় দেবের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।তবে অল্পেতে রক্ষা পেয়েছেন বাড়ির লোকজন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিস এসে ট্রিপার গাড়ি নিয়ে যায়।