ত্রিপুরা আগরতলা : রাজ্যের মহিলাদের মুখ উজ্জল করার জন্য তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। মেয়েরা যাতে দৃঢ় প্রত্যায় নিয়ে কাজ করে রাজ্যের মুখ উজ্জল করেন, ওদের ভবিষ্যৎ উজ্জল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করলেন মহিলা কমিশনের চেয়রাপার্সন ঝর্ণা দেববর্মণ।তিনি বলেন রাজ্যের প্রতিভাবান নারী শক্তিকে কৃতি সংবর্ধনা দেওয়ার জন্য এইদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে কৃতি সম্মাননা দেওয়া হয়। এদিন মহিলা কমিশনের অফিসে হয় সংবর্ধনা অনুষ্ঠান। এবছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশের সেরা দশের কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় । এছাড়া জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, পদ্মশ্রী পুস্কার প্রাপ্ত স্মৃতি রেখা চাকমাকে সম্মাননা দেওয়া হয় মহিলা কমিশনের তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ অন্যরা। অনুষ্ঠানে ১৩ জন ছাত্রীকে সম্মাননা দেওয়া হয়।