ত্রিপুরা আগরতলা : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা সভা হয়। সোমবার বিকেলে হয় পর্যালোচনা বৈঠক। এতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ প্রদেশ বিজেপি নেতৃত্ব অংশ নেন। বৈঠকে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয়।পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা রেকর্ড ভোটে দুই আসনেই জয়ী হয়েছেন। এদিন বৈঠকে আলোচনা হয়েছে আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন নিয়েও। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যরা। এদিনের বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপি বৈঠক
199