দ্রুত মেধা তালিকা প্রকাশের দাবি চাকরি প্রত্যাশীদের

ত্রিপুরা আগরতলা : প্রায় চার বছর পার হতে চললেও জেআরবিটি পরিচালিত গ্রুপ-ডি-র নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি। অভিযোগ এখন পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ফলে হতাশ চাকরি প্রত্যাশীরা। তারা জে আর বি টি অফিসের সামনে এসে বিক্ষোভ দেখালেও কোন সুরাহা হয়নি। তাদের অভিযোগ গ্রুপ-ডি পদে নিয়োগ নিয়ে তালবাহানা করছে সরকার।

এই অবস্থায় দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করার দাবিতে আন্দোলনে নামল চাকরি প্রত্যাশীরা। সোমবার তারা অফিস লেন জে আর বি টি অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান।দাবি জানান মেধা তালিকা প্রকাশের। নাহলে গণঅবস্থানে বসবেন বলে হুমকি দেন। কারণ সামনেই ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। স্বাভাবিক ভাবেই নির্বাচন ঘোষণা হয়ে গেলে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাবে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের