আগরতলা প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচের জার্সি উদ্বোধন

ত্রিপুরা আগরতলা : আগরতলা প্রেস ক্লাবের তরফে খেলাধুলা নিয়ে বাড়ছে উৎসাহ উদ্দীপনা। ফের আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে হতে যাচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার সকালে রাজধানীর উমাকান্ত একাডেমীতে হবে প্রীতি ফুটবল ম্যাচ। রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান, কনভেনার, যুগ্ম কনভেনার সহ অন্যরা। সভাপতি জানান প্রেস ক্লাবের গ্রুপ=এ, গ্রুপ=বি দুটি টিমের মধ্যে খেলা হবে। সকাল আট টায় শুরু হবে ম্যাচ। এদিন সাংবাদিক সম্মেলনে খেলোয়াড়দের জার্সি প্রকাশ করেন তারা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে