প্রদেশ বিজেপি নিন্দা জানাল রাহুল গান্ধীর মন্তব্যের

ত্রিপুরা আগরতলা : সংসদে সোমবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পূর্ণ হিন্দুদের সহিংস এবং মিথ্যেবাদী বলে হিন্দুদের চরম অপমান করেছেন। এই অভিযোগ এনে এর নিন্দা জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি দলের তরফে দাবি জানান রাহুল গান্ধীর অসাংবিধানিক চর্চার জন্য সংসদে করজোরে ক্ষমা চাওয়ার। তিনি অভিযোগ করেন হিন্দুদের অপমান করা কংগ্রেসের একটা পুরনো অভ্যাস রয়েছে। রাজীব বাবু এদিন বিভিন্ন ঘটনা তুলে ধরেন। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সভাপতি এসব ইস্যুতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেন। রাহুল গান্ধীর বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানায় প্রদেশ বিজেপি। পাশাপাশি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনটি নতুন আইন দেশে লাগু করা নিয়ে। তিনটি নতুন ফৌজদারি আইন চালু হওয়ায় বিচার ব্যবস্থায় দ্রুততা আসবে বলে দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি।তিনি বলেন, নতুন বিচার ব্যবস্থায় দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর অধিকার রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য ও মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে